দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে রাতের আধারে নিজের বাবা ও ছোট ভাইকে হত্যার দায়ে বাঞ্চারাম রায় নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর রায় ৩০২ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী বাঞ্চারাম রায় দিনাজপুর সদর উপজেলার আমইর এলাকার বঙ্কিম চন্দ্র রায়ের ছেলে। তিনি বাবা বঙ্কিম চন্দ্র রায় ও ছোট ভাই নোহারাম রায়কে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
এ ব্যাপারে সহকারি পিপি অ্যাডভোকেট হাসনে ইমাম নয়ন জানান, ২০০৬ সালে সদর উপজেলার আমইর গ্রামের বঙ্কিম চন্দ্র রায় ও তার ছোট ছেলে নোহারাম রায়ের সাথে জমি-জমা নিয়ে বিবাদ চলছিল বড় ছেলে বাঞ্চারাম রায়ের। এক পর্যায়ে একই সালের ১৭ অক্টোবর রাতে বাবা ও ছোট ভাইকে ধারালো ছুরি দিয়ে অতর্কিত আঘাত করলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। পরেরদিন ছোট ভাই নোহারাম রায়ের স্ত্রী কুমুতী রানী রায় কোতয়ালী থানায় বাদী হয়ে জোড়া হত্যায় একটি মামলা দায়ের করেন। যেহেতু বাদীর সামনেই তার শশুর ও স্বামীকে হত্যা করেছে ভাসুর। তাই মামলা প্রমাণ করতে সচেষ্ঠ হয়েছি। এতে বিজ্ঞ বিচারক এই আসামীকে মৃত্যুদণ্ড রায় প্রদান করেন।
এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামী হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available