পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গাঁজাসেবী দুই যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঘোড়াশাল পৌর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো দক্ষিণ পলাশের শহীদ মিয়ার ছেলে হালিম মিয়া (২৮) ও পাইকসা গ্রামের বাবুলের ছেলে বাদল (৩৪)। এ অভিযানে নরসিংদী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘোড়াশাল পৌর এলাকায় কয়েকজন মিলে গাঁজা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে টান ঘোড়াশাল থেকে হালিম মিয়া ও পাইকসা এলাকায় বাদলকে গাঁজা সেবন করা অবস্থায় পাওয়া যায়। এসময় তাদের কাছ এক পুরিয়া ও ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করেন নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মাহবুব হোসেন।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মাদকসেবী হালিম মিয়াকে ২০০ টাকা জরিমানাসহ ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাদলকে ২০ হাজার টাকা জরিমানাসহ দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, পলাশ উপজেলা জুড়ে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available