ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজের পুকুরে ডুবে বনশ্রী আইডিয়াল স্কুলের সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী রাশেদুল হাসান ইমনের মৃত্যু হয়েছে। ইমন ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছিলেন।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ঢাকা কলেজ খেলার মাঠে ইমনসহ তার ৪-৫ জন বন্ধু খেলতে আসে। খেলা শেষে ঘটনাক্রমে কলেজ মাঠ সংলগ্ন পুকুরে তারা গোসল করতে নামলে ইমন পানিতে ডুবে যায়। এ ঘটনার খবর পেয়ে কলেজের আবাসিক শিক্ষার্থীরা পানিতে নেমে ১৫-২০ মিনিট খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হুদা নুর বলেন, আমরা ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠে খেলা শেষে ফিরে আসছিলাম। তখন একজন এসে বলে, আমাদের বন্ধু ইমন পুকুরে ডুবে গেছে। পরে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী পুকুরে ডুব দিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। পরে আমরা আবারও বেশ কয়েকজন পানিতে খোঁজাখুঁজির পর তাকে ডুবন্ত অবস্থায় খুঁজে পাই। এরপর প্রিন্সিপাল স্যারের গাড়িতে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, এরা বাইরের শিক্ষার্থী, বনশ্রীর দিকে থাকে। এরা নাকি ঢাকা কলেজের মাঠে খেলতে আসে। খেলার মাঠে অন্যদিন আমাদের শিক্ষার্থীরা থাকে, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে এজন্য শিক্ষার্থীরা ছিল না। ভুক্তভোগী ছেলেটি ডুবে যাওয়ার পর তার সঙ্গীরা আমাদের কলেজের শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে ডুবে যাওয়া ছেলেটিকে উদ্ধার করে। মৃত ছেলেটির সাথে থাকা তার সঙ্গীদের আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। ঘটনাটি দুঃখজনক।
এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ইমনের সাথে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলে তার বড় ভাই মাহমুদুল হাসান এসেছেন। তদন্ত চলছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available