• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০০:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০০:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অতিরিক্ত দামে আলু বিক্রি করায় বগুড়ায় কোল্ড স্টোরেজকে ৫০ হাজার জরিমানা

১৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:৩১:২১

অতিরিক্ত দামে আলু বিক্রি করায় বগুড়ায় কোল্ড স্টোরেজকে ৫০ হাজার জরিমানা

বগুড়া প্রতিনিধি: অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করার অভিযোগে বগুড়ায় নর্দান কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব মিয়া।

ক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব মিয়া জানান, বগুড়া সদর উপজেলার নর্দান কোল্ড স্টোরেজে অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করা হচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, কোল্ড স্টোরেজে ৬০ কেজি আলুর ১ বস্তার ক্রয়মূল্য ছিল ৯৫০ টাকা, বস্তা প্রতি হিমাগার ভাড়া ৩২০ টাকা, লোডিং আনলোডিং চার্জ ২০ টাকা, পরিবহন খরচ ৩০ টাকা, অন্যান্য খরচ ৩০ টাকাসহ প্রতি বস্তা আলুর মোট খরচ ১৩৫০ টাকা। ২৫ শতাংশ লাভসহ এর বিক্রয় মূল্য হওয়ার কথা ১৬৮৭ টাকা (কেজি  ২৮.১১ টাকা)। কিন্তু তারা বস্তা প্রতি বিক্রি করছিল ২২৫০ টাকা (কেজি  ৩৭.৫ টাকা)। পরে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করার অপরাধে কৃষি বিপণন আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়।

এই অভিযানে, জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাজার পরিদর্শক, কৃষি বিপণন অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫