কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার নবগঠিত ৩টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি স্থগিত করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন।
তিনি বলেন, মুরাদনগরে যে ৩টি ইউনিয়নে কমিটি করা হয়েছে, তা আপাতত স্থগিত করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি ঘরে বসে ওই তিন ইউনিয়নের কমিটি করেন মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু। কমিটি গঠনের ক্ষেত্রে তারা কোন নিয়মনীতি অনুসরণ করেননি। এমনকি সম্মেলনও করেননি। নেন নি কমিটির অন্যান্য কোন সিনিয়র নেতাদের মতামত। নিজেদের মত করে কমিটি সাজিয়েছেন। এতে যোগ্যতা সম্পন্ন নেতাদের উপেক্ষা করে অযোগ্যদের প্রধান্য দেয়া হয়েছে বলে বিভিন্ন সুত্র অভিযোগ তুলেছে জেলা কমিটির বরাবর।
অভিযোগ উঠেছে, অনৈতিক সুবিধা গ্রহণ এবং স্বজনপ্রীতি করে ৩টি ইউনিয়নে ‘পকেট কমিটি’ করা হয়েছিল। বিষয়টি প্রকাশ পাওয়ার পরই বিতর্কিত ওই ইউনিয়ন কমিটিগুলো স্থগিত করা হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব স্বাক্ষরিত পত্রে জানা যায়, নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের কোন ইউনিটের সম্মেলন এবং পূর্ণাঙ্গ কমিটি করা যাবে না। ইতোমধ্যে আপনারা ১৩নং মুরাদনগর, ২১নং বাবুটিপাড়া ও ২২নং টনকী ইউনিয়নের সম্মেলন ছাড়া মনগড়া পূর্ণাঙ্গ কমিটি মধ্যরাতে প্রকাশ করেছেন। এ ব্যাপারে উপরোক্ত ইউনিয়নসমূহ থেকে একাধিক অভিযোগ জেলা বরাবরে এসেছে।
এমতাবস্থায় সম্মেলন ছাড়া মনগড়াভাবে গঠিত উপরোক্ত ৩টি ইউনিয়ন কমিটি বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের পরামর্শক্রমে স্থগিত করা হলো এবং উপরোক্ত ৩টি ইউনিয়নসহ যে সকল ইউনিয়নে কমিটি নাই, সে সকল ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি করার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available