গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী ফেরদৌসের পায়ের রগ কেটে দেয়া মামলার প্রধান আসামি ভাওয়াল কলেজ ছাত্রলীগের নেতা রবিন সরদারকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) তাকে গ্রেফতার করে।
গ্রেফতার রবিন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মোল্লাকান্দি গ্রামের আমিন সরদারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বাসন থানাধীন আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী ফেরদৌসকে অপহরণ করেন রবিন সরদার ও তার কয়েকজন সহযোগী। অপহরণের পর গোপন স্থানে নিয়ে ফেরদৌসকে মারধরের পাশাপাশি পায়ের রগ কেটে দেয় অভিযুক্তরা। এসময় ভুক্তভোগীর মায়ের নম্বরে ফোন করেও মুক্তিপণও দাবি করা হয়। মুক্তিপণ নেয়ার পর ফেরদৌসকে শিববাড়ি মোড়ের হলিল্যাব হাসপাতালের সামনে ফেলে রেখে যায় আসামিরা। পরে পুলিশ ও পরিবার ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ফেরদৌসের মা নাজমা বেগম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে গত ৪ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় একটি মামলা দায়ের করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available