রংপুর ব্যুরো: রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরপিএমপি পুলিশ কমিশনার মনিরুজ্জামান (বিপিএম-বার, পিপিএম-বার) সাংবাদিকগণকে আরপিএমপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহিত বিভিন্ন অনুষ্ঠানমালা, অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
তিনি তার বক্তব্যে জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ পুলিশের সাথে যোগাযোগ স্থাপনের ‘হ্যালো আরপিএমপি’ নামক অ্যাপসটি এখন উদ্বোধনের অপেক্ষায়, যানজট নিরসনকল্পে সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত বৈধ অটোরিক্সা সমূহে আরকিউ কোড স্থাপনের পরিকল্পনা গ্রহণ হয়েছে, স্মার্ট মহানগরী হিসেবে রংপুরকে গড়ে তোলার জন্য পাইলট প্রজেক্ট হিসেবে একটি ‘কনসেপ্ট পেপার’ প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে, আগামী অক্টোবরের শেষে নগরীতে যানজট নিরোসনে টাউন সার্ভিস চালু হতে যাচ্ছে এবং শহরের কৌশলগত স্থাপনা সমূহে এমডিটি সিসটেম স্থাপনের বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে।
তিনি বলেন, পুলিশের যানবাহন সমূহে আইওটি সিসটেম স্থাপন আমাদের পরিকল্পনায় রয়েছে। সর্বোপরি রংপুর মেট্রোপলিটন পুলিশকে তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক জনবলের দ্বারা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ‘স্মার্ট পুলিশিং’-এর মাধ্যমে দেশের অগ্রযাত্রায় শামিল হয়েছি আমরা।
তিনি সকলকে আরপিএমপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং সকল কাজে গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার্স) মো. আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি সদস্য এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীগণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available