বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও সাবেক চীফ হুইপ সাংসদ আ স ম ফিরোজ।
১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বাউফল উপজেলাধীন কাছিপাড়ার গোপালীয়া লঞ্চ ঘাট থেকে স্পিডবোটে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় তাদের সাথে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশির গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোশারফ হোসেন খান প্রমুখ।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার নদী ভাঙ্গন ঠেকাতে ও নাব্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নদী ভাঙ্গনে যাদের বসত ভিটা বিলীন হয় তাদের মতো কষ্ট আর কারও নেই। এজন্য স্থানীয় সংসদ আ স ম ফিরোজের আহবানে আমি এখানে এসেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নদী ভাঙ্গন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত নদীর তীর ও রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করবে পানি উন্নয়ন বোর্ড। আগামী ১৫ দিনের মধ্যে জিও ব্যাগ ফেলে অস্থায়ী কাজ শুরু হবে, নদীর তীর রক্ষা বাঁধের যত্ন ও রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল হবার পরামর্শ দেন তিনি।
সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, নদীর অব্যাহত ভাঙ্গনে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি, সরকারি-বেসরকারি অসংখ্য স্থাপনা, হাট-বাজার, নদী তীরবর্তী ঘরবাড়ি, মসজিদ ও গাছপালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে নদীরক্ষা প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এছাড়া নদী শাসন ও স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধে বিভিন্ন এলাকায় প্রকল্প গ্রহণ করেও কাজ শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। অচিরেই কাছিপাড়া ইউনিয়নের নদী ভাঙ্গন রক্ষার কাজ শুরু হবে।
এ সময় আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্যও তিনি সকলকে অনুরোধ জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available