নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় চঞ্চলা রানী (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
মৃত চঞ্চলা রানী উপজেলার চুড়াইন গ্রামের সুকুমার শীলের স্ত্রী।
মৃতের ছেলে সুকণ্ঠ শীল অভিযোগ করে বলেন, মায়ের ডায়রিয়া হতে পারে এমনটা ভেবে শুক্রবার রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করি। তখন মা প্রচণ্ড পেট ব্যথায় ভুগছিলেন। মাকে ভর্তির পর দায়িত্বরত নার্সরা আমাদের কাছে স্যালাইন ও ক্যানোলা বাবদ টাকা দাবি করেন।
তিনি বলেন, রাতে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকও আমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেন। মায়ের অবস্থার অবনতি হলে চিকিৎসক ও নার্সদের জানালেও তারা রোগীর কাছে না এসে মোবাইলে ফেসবুক চালাচ্ছিল। শনিবার সকালেও মায়ের বিষয়ে চিকিৎসক ও নার্সরা কোনো ব্যবস্থা নেননি। তাদের অবহেলার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তিনি হাসপাতালে ওইদিন কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবি জানান।
হাসপাতালের একাধিক নার্স জানান, তারা কোনো টাকা দাবি করেননি। হাসপাতালে স্যালাইনের সরবরাহ না থাকায় দায়িত্বরত চিকিৎসক বাইরে থেকে স্যালাইন আনতে বলেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম বলেন, রোগীর মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে ডা. মুহাম্মদ ইফতেখার হোসেনকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, মৃত রোগী সম্ভবত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। দায়িত্বে অবহেলা করা হলে অবশ্যই কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবে।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, রোগীর মৃত্যুর সংবাদ শুনে স্বজনরা যাতে হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসককে লাঞ্ছিত করতে না পারে, সেজন্য নবাবগঞ্জ থানা পুলিশ দায়িত্ব পালন করছে৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available