নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেশীয় অস্ত্র, ডাকাতি হওয়া মোরটসাইকেল এবং লুন্ঠিত মালামালসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে মিনহাজুল নামের এক ডাকাত । আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর শনিবার রাতে আড়াইহাজার থানার বিষনন্দী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ডাকাতরা হলো সজিব, জুয়েল, বাদল, আমজাদ, রাকিব ও মমিন।
১৭ সেপ্টম্বর রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
তিনি জানান, শনিবার রাতে বিষনন্দী এলাকায় ৬/৭ জনের একটি ডাকাত দল মোরটসাইকেল আরোহী ২ জনের গতিরোধ করে। মোরটসাইকেল ও মোবাইলফোনসহ তাদের সাথে থাকা মালামাল লুটে নেয়। খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডাকাতদেরকে ধাওয়া করে। এসময় জুয়েল নামের ১ ডাকাতকে আটক করে পুলিশ।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার ও ডেমরা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিত টের পেয়ে হামলা তাদের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ ও গুলি ছুঁড়লে মিনহাজুল আবেদীন নামের ১ ডাকাত গুলিবিদ্ধ হয়। এসময় ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available