গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নোমান গ্রুপের দুইটি কারখানার শ্রমিকরা। শ্রমিক আন্দোলনে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
১৭ সেপ্টেম্বর রোববার রাত ১০টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালার এলাকার নোমান গ্রুপের ইয়াসমিন স্পিনিং ও রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাইদ এলাকার নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
ইয়াসমিন স্পিনিং মিলের শ্রমিক উজ্জ্বল, জাহাঙ্গীর বলেন, প্রতি মাসের বেতন পরের মাসে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। আগস্ট মাসের বেতন সেপ্টেম্বর মাসের ১৭ তারিখেও পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের কথাও বলছেন না। আমরা একাধিকবার তাদের কাছে গিয়েও বেতন পরিশোধে কোনো ধরনের আশ্বাস না পেয়ে আন্দোলন করতে বাধ্য হয়েছি। বেতন না পেয়ে আমরা ঘর ভাড়া, দোকান বকেয়া পরিশোধ করতে পারছি না।
আরেক শ্রমিক সজিব বলেন, আমরা সঠিক সময়ে বাড়ি ভাড়া দিতে না পারলে বাড়ির মালিক আমাদের সাথে দুর্ব্যবহার করে, নানা ধরনের কটু কথা শুনতে হয় আমাদের। আমরা মাসব্যাপী মুদির দোকান থেকে বাকী খাদ্য সামগ্রী কিনে থাকি, সেই টাকা পরিশোধ করতে হয়। বেতন পাওয়ার সাথে সাথে সন্তানদের স্কুলের বেতন-ফি পরিশোধ করতে হয়। আমাদের বেতন আটকে যাওয়ায় তাদেরও কটু কথা শুনতে হচ্ছে। আমরা বারবার কারখানা কর্তৃপক্ষের সাথে বেতনের জন্য কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে কোনো ধরনের আলোচনা করেননি।
একই অভিযোগ করেন নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলের শ্রমিকরাও। কারখানার শ্রমিক সোহেল, মাহতাব বলেন, আমাদের আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ আমাদে বকেয়া বেতন পরিশোধে কোনো ধরনের উদ্যোগ নেননি। আমাদের সাথে কোনো ধরনের আলোচনাও করেননি।
এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা গণমাধ্যমে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের সহকারী পুলিশ সুপার আসম আবদুর নুর বলেন, খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available