• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বদরগঞ্জে সমিতির নামে গ্রাহকদের তিন কোটি টাকা আত্মসাত

১৮ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:০২:৪৮

বদরগঞ্জে সমিতির নামে গ্রাহকদের তিন কোটি টাকা আত্মসাত

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে সমিতির নামে গ্রাহকদের তিন কোটি টাকা আত্মসাত করেছে এক প্রতারক। উপজেলার গোপালপুর ইউনিয়নের ময়নাকুড়ি গ্রামের বসরাজপুর সার্বিক গ্রাম‌ উন্নয়ন সমিতি লিঃ এর ইনচার্জ মাহবুবুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

মাহবুবুল হক গোপালপুর ইউনিয়নের ময়নাকুরি বসরাজপুর গ্রামের মৃত সোলোমান মন্ডলের ছেলে। ১৬ সেপ্টেম্বর  শনিবার তাকে জেলার পীরগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

বদরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপালপুরের বসরাজপুর সার্বিক গ্রাম‌ উন্নয়ন সমবায় সমিতি লিঃ নামে একটি সমিতি খুলে সাধারণ সম্পাদক পদের দায়িত্ব নেন মাহবুবুল হক। এরপর সমবায় সমিতির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন এলাকার ৬৫০ জন গ্রাহকের দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ের প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান মাহবুবল হক। পরবর্তীতে গ্রাহকরা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে প্রতারণার সত্যতা পায়। শনিবার আনুমানিক রাত ৮টার দিকে পীরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার সীমান্তবর্তী মাদারগঞ্জ থেকে মাহবুবুল হককে আটক করে রোববার জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

প্রতারকের ফাঁদে পা দেওয়া দেলোয়ার হোসেন, আবু সাঈদ, কায়ুম আলী, স্বপন, মামুন মিয়া, মোহাম্মদ আলী বলেন, সমিতি ছাড়াও আমাদেরকে চাকরি দেওয়ার কথা বলে কৌশলে কারো কাছ থেকে দুই লাখ, কারো কাছ থেকে দেড় লাখ, কারো কাছ থেকে তিন লাখ করে টাকা নিয়েছে প্রতারক মাহবুবুল।

ভুক্তভোগী জাহেদা খাতুন ও আনোয়ারা বেগম জানান, মাসিক হারে মুনাফা দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা করে নিয়েছে। কিছুদিন মাসিক হারে মুনাফাও দিয়েছিল। তারপর সমবায় সমিতিটি উধাও হয়ে যায়। আমরা তখন টাকার জন্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল ও তার স্ত্রী সভাপতি নুরমা খাতুনকে খুঁজতে থাকি।

বদরগঞ্জ থানার (ওসি) তদন্ত শফিকুল ইসলাম শফিক জানান, গত তিন বছর আগে প্রতারক মাহবুবুল হকের বিরুদ্ধে কয়েকজন ভুক্তভোগী থানায় অভিযোগ করেছিল। প্রতারক মাহাবুবুল ভুক্তভোগীদের টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে তথ্য প্রযুক্তির সাহায্যে মাহবুবুলকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মাহাবুবুলকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে বসরাজপুর সার্বিক গ্রাম‌ উন্নয়ন সমবায় সমিতির নামে শতাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০