• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

মাভাবিপ্রবি পরিদর্শন করেছেন ইউজিসি চেয়ারম্যান

১৮ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৫১:৪৬

মাভাবিপ্রবি পরিদর্শন করেছেন ইউজিসি চেয়ারম্যান

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

১৭ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত 'মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং' এবং 'ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন' বিভাগ খোলার বিষয়ে প্রয়োজনীয় অবকাঠামো, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং বিস্তারিত খোঁজ খবর নেন।

এছাড়া এসময় প্রফেসর আলমগীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতী ও মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে প্রফেসর আলমগীরের সাথে বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. জহুরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. একেএম মালেক, ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক লাবিবা মহসীন, ইমরান হোসেন ও মাভাবিপ্রবির সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আলমগীর বলেন, প্রস্তাবিত দুইটি বিভাগ খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়টিতে আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি। আশা করছি, প্রয়োজনীয় শর্তসমূহ সম্পন্ন করে আগামী শিক্ষাবর্ষ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন, সেটি এখানে পর্যাপ্ত নই। এছাড়া, ক্যাম্পাসের ভিতরে অনেক স্থাপনা রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বিঘ্নিত করছে। এ সকল সমস্যা সমাধানের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫