• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খোলাহাটিতে স্কুলে অনিয়মের অভিযোগে মানববন্ধন

১৮ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৩:২৭

খোলাহাটিতে স্কুলে অনিয়মের অভিযোগে মানববন্ধন

রংপুর ব্যুরো: দিনাজপুরের পার্বতীপুরে খোলাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অব্যবস্থাপনা, কমিটি গঠনে অনিয়ম, সরকারী প্রজ্ঞাপন না মেনে ৩ বছর ধরে এডহক কমিটি করে স্লিপের টাকা আত্মসাত ও বিদ্যালয়ের জমির ভুল তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে দাতা সদস্যকে না রেখে সরকারি বরাদ্দের টাকা ভাগ বাটোয়ারা করায় প্রধান শিক্ষক স্বদেশের বিরুদ্ধে মানবিক যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

১৭ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় খোলাহাটি ক্যান্টনমেন্ট রোডে অনুষ্ঠিত মানববন্ধনে অভিভাবক ও এলাকাবাসী এবং ওই স্কুলের সাবেক ছাত্ররা অংশ নেয়।

অভিভাবক এলাকাবাসী ও সাবেক ছাত্র মাসুম বিল্লাহ, আতাউর রহমান, বিল্লাল হাসান সুজন গোলাম রব্বানী জানান, স্কুলের শিক্ষকরা চাকুরী বাঁচাতে স্কুলে আসেন। ছাত্রদের পাঠদানে শিক্ষকগণের অনীহা। অনেকে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে নিজের কাজে চলে যায়। তারা স্কুলে আসা বরাদ্দের টাকা আত্মসাত করতে সাড়ে তিন বছর ধরে নিয়মিত কমিটি না করে এডহক কমিটি দিয়ে স্লিপের টাকা আত্মসাত ও ভাগবাটোয়ারা করে খেয়েছেন। আমরা চাই তদন্ত করে সরকারি বরাদ্দ ও স্লিপের টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্কুলটিতে পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনা হোক।

এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক স্বদেশ জানান, সরকারি বরাদ্দের কোন টাকা আমি আত্মসাত করিনি। তবে কমিটি গঠন নিয়ে একটু সমস্যা রয়েছে। স্কুলের সমস্যার বিষয়গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন বলে জানান।

এ ব্যাপারে ওই স্কুলের ক্লাস্টার সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মনিরুজ্জামান বলেন, আমি নতুন এসেছি। শুনেছি পূর্বের প্রধান শিক্ষক কিছুটা ত্রুটি করেছেন। বর্তমান প্রধান শিক্ষক স্লিপের টাকা কোথায় কোথায় খরচ করেছেন হিসাব নিয়ে বাকী বরাদ্দ ছাড়া হবে।

এবিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, অনেক স্কুলে কমিটি গঠন ও স্লিপের টাকা নিয়ে সমস্যা রয়েছে। তবে কেউ লিখিতভাবে স্কুলগুলো প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষিকের নামে অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ দিলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫