• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুর সীমান্তে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

১৮ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৬:১৮

মেহেরপুর সীমান্তে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া ৬০০ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানায় বাজিতপুর বিজিবি ক্যাম্প। ১৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে বিজিবির টহল দল এগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক, অধিনায়ক লে. ক. সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পি.এস.সি.) জানান, দুপুরে বাজিতপুর বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার বাজিতপুর গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বাজিতপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল বাজিতপুর গ্রামের বাজিতপুর-ঝাঝা রোডের ব্রীজের পূর্ব পার্শ্বে তুলাবাগানে একটি অভিযান পরিচালনা করে।

এ সময় ২ জন ব্যক্তিকে সীমান্ত সড়কের উপর দাঁড়িয়ে কথা বলতে দেখে টহলদলের সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি। পাচারকারীরা বিজিবির ‍উপস্থিতি টের পেয়ে একজন সাইকেলযোগে মাঠের ভেতর দিয়ে পালিয়ে যায় এবং অপরজন দৌড়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরে ঘাসের ভেতরথেকে একটি ছোট প্যাকেট উদ্ধার করে বিজিবি। প্যাকেটের ভেতর কার্বন দিয়ে মুড়িয়ে স্কচটেপ প্যাচানো ৬০০ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।

এ ঘটনায় নায়েক সুবেদার শহিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে জব্দকরা স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০