নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে ২ পক্ষের মোট ৭ জন আহত হয়েছে। ১৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে মাধবদী থানার চরদিঘলদীতে ইকবাল গ্রুপ ও চরদিঘলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- চরদীঘলদী ইউনিয়নের নয়াকান্দি এলাকার সুরজ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৫২), নবাবপুরের মালেক মিয়ার ছেলে মো. সবুজ (৩৫), মান্নান মিয়ার ছেলে কবির মিয়া (৪৪), আব্দুল হকের ছেলে শাকিল (২৫), কালু মিয়ার ছেলে এমদাদুল মিয়া (২৮), চরদিঘলদী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আবদুল মিয়া (৪৩) ও মৃত তাইজুদ্দিন মিয়ার ছেলে মনোয়ার (৪৫)।
আহতদের মধ্যে ৫ জনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমি চিকিৎসা দেয়া হয়। পরে ২ জনকে ঢাকায় পাঠানো হয়ে এবং ১ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরজ্জামান ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরদীঘলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন ও ইকবাল হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেরে মঙ্গলবার ভোরে ২ পক্ষের সমর্থকরা টেটা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে মাধবদী পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তি যে কোন অনাকাঙ্খিক ঘটনা এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available