মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ নৌকা বাইচ। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় ধলেশ্বরী নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড় জুড়ে দর্শনার্থীর ঢল নামে।
স্থানীয় সরকার দিবস উপলক্ষে ১৮ সেপ্টেম্বর সোমবার ৩টায় শুরু হওয়া এ প্রতিযোগিতা সন্ধ্যা অবধি চলে।
নৌকা বাইচ প্রতিযোগিতার উপলক্ষে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের ধামরাই নানা এলাকা থেকে অসংখ্য মানুষ ধলেশ্বরী নদীর দু’পাড়ে ভিড় জমান।
দর্শকের টান টান উত্তেজনার মধ্যেই বাইচের নৌকার মাঝিরা হাঁক দিলেন হেঁইয়ো রে হেঁইয়ো। দর্শকদের হর্ষধ্বনি আর হাততালি বাড়তি উৎসাহ জোগাচ্ছিল নৌকাগুলোকে।
স্থানীয় মনপুরা সেতু উৎসুক দর্শণার্থীতে ভরে যায়। দূর দূরান্ত থেকে নৌকা বাইচ দেখতে আসেন নারী-পুরুষ, শিশুসহ সকল বয়সের লোকজন। অনেকেই পরিবার পরিজন নিয়ে ডিঙি নৌকা, ইঞ্জিন চালিত নৌকাসহ ঘুরে বেড়ান নদীতে।
নদীর তীরে বসে গ্রামীণ মেলা। অনেকে নৌকায় করেও বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন।
এ সময় আয়োজিত নৌকা বাইচে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শাহিনা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, দীঘি ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনতা এক্সপ্রেস, সোনার তরী ও গাজি বাড়ি এমন বাহারি নামে ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলায় প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ জয়লাভ করে গাজী বাড়ি নৌকাটি। জনতা এক্সপ্রেস দ্বিতীয় এবং সোনার তরী তৃতীয় হয়ে ১টি করে এলইডি টেলিভিশন পুরস্কার লাভ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available