নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় নাসিম (১১) নামে এক শিশুকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর রোববার অপহরণের ঘটনায় সোমবার তাদের গ্রেফতার করা হয়।
অপহরণ হওয়া শিশুটির দাদা আবুল কালাম আজাদ বলেন, গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৬ টায় আমার কাছে একটি ফোন আসে এবং বলে ১ লক্ষ টাকা বিকাশ করেন না হলে আপনার নাতির লাশ পাবেন।
তিনি বলেন, তারা আমার নাতিকে ফুটবল খেলা দেখাবার কথা বলে ভ্যান গাড়িতে করে সিংড়া ও আত্রাই মহাসড়কে ঘুড়াঘুড়ি করে। পরে ওইদিন রাত আনুমানিক ১১ টায় আসামিরা আমার নাতিকে আমার বাড়ির পাশে একটি ব্রিজের উপর নামিয়ে দিয়ে যায়। এসময় অপহরণকারীরা বলে, এই বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে চলে যায়।
ঘটনার পরের দিন শিশুটির দাদা আবুল কালাম আজাদ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে নলডাঙ্গা থানায় অপহরণ ও চাঁদাবাজির এজাহার দায়ের করেন। আসামীরা হলেন, প্রধান আসামী উপজেলার পুর্ব সেনাপাতিল এলাকার মো. আবুল কালাম সরদারের ছেলে মো. মনিরুল ইসলাম মনির (২২) ও দুই নম্বর আসামি হলুদঘর এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে মো. জিহাদ আলী (২২)।
বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, শিশুটির দাদা এই বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে আসামীদেরকে ১৮ সেপ্টেম্বর রাতে গ্রেফতার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু অপহরণ পূর্বক মুক্তিপণ দাবি করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে ।
১৯ সেপ্টেম্বর আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
ওসি আবুল কালাম আরও বলেন, মামলার ২নং আসামী মোঃ জিহাদ আলীর বিরুদ্ধে পূর্বে ২টি ডাকাতি, ১টি অপহরণ ও ১টি অস্ত্র মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available