• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৮:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৮:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরের সেই চালক গ্রেফতার

১৯ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৯:১৩

মেহেরপুরের সেই চালক গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার (৫০) নামের একজন নিহতের ঘটনায় ট্রাকসহ চালক মুন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে মেহেরপুরের আমঝুপি তেলপাম্প থেকে ট্রাকসহ তাকে গ্রেফতার করা হয়। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্টু মিয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদরপুরের মৃত মঈন শেখের ছেলে।

এর আগে, ওইদিন সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে তার ট্রাকের চাকায় পিষ্ট হয় আতিয়ার। ঘটনার পর সে ট্রাকসহ পালিয়ে যায়।

নিহত আতিয়ার রহমান পশ্চিম মালসাদহ টেপিপাড়ার মৃত আজিমুদ্দীনের ছেলে।

জানা গেছে, আতিয়ার রহমান মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে গাংনী বাজারে আসার পথে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের কাছে পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়।

এ ঘটনায় আতিয়ারের ছেলে মিঠুন বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পরে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটি টীম মেহেরপুরের আমঝুপি তেলপাম্প থেকে ট্রাকসহ চালককে গ্রেফতার করে।

গ্রেফতারের বিসয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ট্রাকসহ ড্রাইভারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০