দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি চেষ্টা করে যাচ্ছে। তারা চরমভাবে ব্যর্থ হবে এবং হতাশায় নিমজ্জিত হয়ে নিজেদের অস্তিত্ব হারাবে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দিনাজপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মশালা ২০২৩ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, বিএনপি বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে দেশকে অচল করতে চাচ্ছে, তাদের দাবি কখনোই পূরণ হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ডক্টর গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার প্রমুখ ।
এর আগে, মন্ত্রী গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available