বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আলু, পেঁয়াজ ও ডিম নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রয় করা যাবে না। এরই ধারাবাহিকতায় বীরগঞ্জে আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে বীরগঞ্জ বাজারের বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাজ কুমার বিশ্বাশের নেতৃত্বে স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলামের সহযোগিতায় পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেয়ার অপরাধে কাঁচামাল ব্যবসায়ী মো. রুবেল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ২০০০ টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একই আইনের ৩৮ ধারায় মুদি দোকানদার মো. ফারুক হোসেনকে ২০০০ টাকাসহ মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়। এতে কোন দোকানী সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এসব পন্য বিক্রয় না করে সে ব্যাপারে সতর্কও করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে যাতে কেউ বেশি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রয় করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available