ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে ভুঞাপুরে পরকীয়া প্রেমিককে ডেকে এনে হত্যার পর বস্তাবন্দি করে মরদেহ বিলের পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার ফলদার ঘোনার পাড়া মোইশা বিল থেকে কথিত পরকীয়া প্রেমিক জয়নাল আবেদীনের মরদেহ(৩০) উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার জয়নাল আবেদীনের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায়। তিনি গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সিএনজি চালক ছিলেন।
এর আগে পরকীয়া প্রেমিকার স্বামী উপজেলার ফলদা ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার মৃত সাইদ আলী ওরফে গণেশের ছেলে জীবনের জবানবন্দি অনুযায়ী ওই বিল থেকে জয়নাল আবেদীনের বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ফলদা এলাকার জীবনের স্ত্রী কালিয়াকৈর থাকাকালে সিএনজি চালক জয়নালের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের এ অবৈধ সম্পর্কের কথা স্বামী জীবন জেনে যায়। পরে স্ত্রীর সাথে কথা বলে গত ৬ সেপ্টেম্বর জয়নালকে কালিয়াকৈর থেকে ফলদায় ডেকে নিয়ে আসে। এরপর আর জয়নালের খোঁজ না পাওয়ায় তার পরিবার কালিয়াকৈর থানায় সাধারণ ডায়রি করেন।
পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জীবনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়ে তাকে আটক করে। পরে জীবন হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। এরপর তার কথা অনুযায়ী গ্রামের বাড়ি ফলদার ঘোনাপাড়ার বিল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
ফলদা ঘোনাপাড়ার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, প্রেমের সম্পর্কের জের ধরে ওই ব্যক্তিকে ডেকে এনে হত্যার পর মরদেহ বিলে ফেলে দেয়া হয়। পরে জীবনের কথামত ভুঞাপুর থানা ও কালিয়াকৈর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভুঞাপুর থানার উপপরিদশর্ক (এসআই) কামরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি নিখোাঁজের ব্যাপারে একটি ডায়রি হয়েছিল কালিয়াকৈর থানায়। প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। পরে জীবনের কথা অনুযায়ী ফলদার বিল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জীবন পুলিশ হেফাজতে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available