গাজীপুর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের মান, সম্মান, সম্পদ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় এ আন্দোলন। এ আন্দোলন বিএনপি ক্ষমতায় যাওয়ার আন্দোলন না।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন ‘টেক বেক বাংলাদেশ’। রাষ্ট্রের মতোন রাষ্ট্র বাংলাদেশকে দেখতে চাই। আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি।
সরকার পতনের এক দফা দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচির প্রথম দিন ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গীতে গাজীপুর মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
টঙ্গী কলেজ গেট চেয়ারম্যান বাড়ি রোডে আয়োজিত এ সমাবেশে সভাপত্বি করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেনর সরকার এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোটে আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কাজী সাইয়েদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, অ্যাডভোকেট মেহেদি হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available