মানিকগঞ্জ প্রতিনিধি: ১৫ বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আ. রউফ সরকার।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুলিশ সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জেলা পুলিশ সূত্র জানায়, গেলো আগস্ট মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আ. রউফ সরকার।
এই নিয়ে আ. রউফ সরকার ২০২২ থেকে চলতি বছর পর্যন্ত মানিকগঞ্জ জেলার সর্বমোট ১৫ বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন।
এ বিষয়ে অনুভূতি প্রকাশে আ. রউফ সরকার বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া। তাই পুলিশের অবশ্যই মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, আমি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), থানায় কর্মরত সদস্য ও মানিকগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।
উল্লেখ্য, এ দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা টাঙ্গাইল জেলার দেলদুয়ারের কৃতি সন্তান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available