বরিশাল (উত্তর) প্রতিনিধি: দুস্থদের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৬ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
২০ সেপ্টেম্বর বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন মাধবপাশা ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮, ৯ নং ওয়ার্ডের নারী সদস্য ফাতেমা আক্তার লিপি।
আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা মামলা তদন্ত করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী কামরুল ইসলাম।
অভিযুক্তরা হলেন, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাহাবুব শিকদার, ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. খলিলুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী বেগ, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বশির শিকদার ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল বাশার হাওলাদার।
বেঞ্চ সহকারী কামরুল বলেন, মামলায় বাদী সংরক্ষিত ইউপি সদস্য অভিযোগ এনেছেন, ওই ইউনিয়নের চেয়ারম্যানসহ ছয় সদস্য পরস্পর যোগসাজশে অসহায় দুস্থদের জন্য বরাদ্দ ১৭.৬৭০ টন চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন। একইভাবে তারা জিআর, কাবিখা, টিআর, কাবিটা, কর্মসৃজন কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের চাল, গম ও নগদ টাকা আত্মসাৎ করেছেন বলেও উল্লেখ করেছেন বাদী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available