• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জলঢাকায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

২২ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৯:৪৪

জলঢাকায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

রংপুর ব্যুরো: নীলফামারী জেলার জলঢাকা থানা পুলিশ মাদক বিরোধী এক অভিযানে ৪০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে জলঢাকা থানার বালাগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

জলঢাকা থানা পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলমের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করা হয়। ২১ সেপ্টেম্বর রাত আড়াইটায় জলঢাকা থানার বালাগ্রাম ইউনিয়নের চন্ডী বাবুর পাকুরতলা মন্দিরের সামনে ১ টি হলুদ পিকআপকে সিগন্যাল সিগন্যাল দেয়া হয়। এ সময় ২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্য মতে হাতীবান্ধা থেকে জলঢাকাগামী পিকাপটিতে তল্লাশি চালিয়ে ৪০০ বেতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় হলুদ পিকাপটিকে জব্দ করা হয়।

আটকরা হলেন, ডিমলা থানার ছোট খাতা চাপানি এলাকার মৃত্যু আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ সামিনুর ইসলাম ও একই থানার গায়া বাড়ি শীতলাডাঙ্গা এলাকার আব্দুল জব্বারের ছেলে মাহবুবার রহমান। উদ্ধার হওয়া ভারতীয় ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। গ্রেফতার আসামীদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫