রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে রামপাল থানার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় রামপাল থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রামপাল উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জয়দেব কৃষ্ণ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ও সগুনা পুজা মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নাথ পাল, হুড়কা ঝলমলিয়শ্বরী মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, এসআই কামাল হোসেন, রামপাল প্রেসক্লাবের সভাপতি এম. এ. সবুর রানাসহ থানা এলাকার ৪৩ টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
এ সময় ১০ ইউনিয়নের বিট পুলিশিং কমিটির সকল এসআই এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সকল মন্দিরে নিরাপত্তা ব্যাবস্থা বজায় রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। নিরাপত্তা ব্যাবস্থায় রামপাল থানা পুলিশের শতভাগ সহযোগিতা থাকবে বলে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. আশরাফুল আলম নিশ্চিত করেছেন।
সার্বজনীন শারদীয় এ অনুষ্ঠানকে ঘিরে পু্লিশ, আনসার ও সেচ্ছাসেবক মোতায়েন করে নিরাপত্তায় কোন ত্রুটি রাখা হবে না বলেও নিশ্চিত করেছেন ওসি। এ জন্যে তিনি পুজা মন্দির কমিটির সকলের সহযোগীতা কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available