স্টাফ রিপোর্টার, ফরিদপুর: সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ৩য় পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের এফ-২৮ ব্যাচ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তাদের মধ্যে মাইক্রোবায়োলজিতে ১৭ জন, প্যাথলজিতে ৩ জন এবং ফার্মাকোলজিতে ১ জন শিক্ষার্থী অনার্স নম্বর (৮৫%) পাওয়ার গৌরব অর্জন করেছে ।
এই গৌরব অর্জনের জন্য কলেজের ২৮ তম ব্যাজের শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. রতন কুমার সাহা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, মফঃস্বলের মেডিকেল কলেজের বেসিকে রাজধানীর মতো শিক্ষক ও অন্যান্য সুযোগ সুবিধা নেই, বেসিক সাবজেক্টের জনবল আমরা তেমন পাই না, সবাই রাজধানী মুখী। ঢাকা যেন সবার কাছে এক টুকরো অতি আরাধ্য স্বর্গভুমি। এই কঠিন বাস্তবতায় কাউকে পদায়ন দিলেও কয়েক মাসের মধ্যে আবারও রাজধানীতে বদলি নিয়ে চলে যায়। এই বাস্তবতায় আমাদের বিএসএমএমসি ফরিদপুরের এফ-২৮ ব্যাচের অদম্য ছাত্রছাত্রীরা মাইক্রোবায়োলজিতে ১৭ জন অনার্স নম্বর পেয়ে কলেজের নাম ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে । আমি আমার সকল ছাত্র-ছাত্রীদের এ সাফল্যের জন্য অভিনন্দন জানাই ।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর ফলাফল প্রকাশের পর উৎসবমূখর পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানোর মাধ্যমে এ সাফল্য উজ্জাপন করা হয় ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available