স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জের ধরে তুষার প্রামাণিক (৩২) নামে এক যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের কর্মী।
২২ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে চরবর্ণী গ্রামের তুষারের বসত ঘর থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় শ্রেণীর কর্মচারী ও বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের ফরিদ প্রামাণিকের প্রথম স্ত্রী (তুষারের মা) মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে পৌরসদরেই বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। ফরিদ প্রামাণিকের একমাত্র ছেলে তুষার প্রামাণিক ১০ বছর আগে খালাতো বোন নিপা পারভীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নিপার বাবা-মা ঢাকায় বসবাস করেন। তুষার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি চরবর্ণী গ্রামে বসবাস করতেন। তার কোনো কর্মসংস্থান ছিল না, বাবার দেওয়া টাকা দিয়ে সংসার চালাতেন। তিন সন্তানের জনক তুষার প্রামাণিক স্ত্রীর সাথে সম্পর্ক দীর্ঘদিন থেকেই ভালো যাচ্ছিলো না।
শুক্রবার দিনভর স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। সন্ধ্যায় তুষারের বাবা ফরিদ প্রামাণিক নিপাকে মামা শ্বাবশুর বাড়ি উপজেলার চতুল গ্রামে পাঠিয়ে দেন। রাত ৮টার দিকে স্ত্রীর উপর অভিমান করে নিজ বসত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় তুষার। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মরদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক উত্তম কুমার সেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available