• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:২১:২৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:২১:২৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

যবিপ্রবি ডিবেট ক্লাবের চতুর্থ ফ্রেশার্স লীগ অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:১২:৪৮

যবিপ্রবি ডিবেট ক্লাবের চতুর্থ ফ্রেশার্স লীগ অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাবের (জাস্টডিসি) নবীন বিতার্কিতদের নিয়ে ‘চতুর্থ ফ্রেশার্স লীগ’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফাহমিদ রহমান সিয়াম (আইপিই) ও লামিয়া মাজহার লিনতার (ইংরেজী) দল ‘দুর্নিবার ৫৮’ এবং রানার্সআপ হয়েছে রুকসানা জামান মিয়েল (ইএসটি) ও রিফাতে রায়হানের (বিএমই) দল ‘উত্থান ৪৮’।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার যবিপ্রবি ডিবেট ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৩২ জনের ১৬টি দল অংশগ্রহণ করে।

ব্রিটিশ সংসদীয় এ বিতর্কে ৩ রাউন্ড ট্যাব শেষে পয়েন্টের ভিত্তিতে ৪টি দল নিয়ে ফাইনাল রাউন্ড হয়। প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে যৌথভাবে রুকসানা জামান মিয়েল (ইএসটি) ও ফাহমিদ রহমান সিয়াম (আইপিই) এবং ডিবেটার অফ দ্যা ফাইনাল হয়েছে ফাহমিদ রহমান সিয়াম (আইপিই)। চতুর্থ ফ্রেশার্স লীগের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন আয়মান ফাইয়াজ এবং ইশতিয়াক কাইয়ুম।

বিতর্কে বিচারক হিসাবে ছিলেন জাস্টডিসির সাবেক সহ-সভাপতি ও যবিপ্রবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আসিফ আব্দুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মো. তারিক, বর্তমান সাধারণ সম্পাদক মো. নাঈমুজ্জামান, বর্তমান সভাপতি মো. শাহরিয়ার কবিরসহ ক্লাবের অভিজ্ঞ সদস্যরা।

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মো. শাহরিয়ার কবির বলেন, অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে চতুর্থ ফ্রেশার্স লীগ বিতর্ক প্রতিযোগিতা। পুরো প্রোগ্রামটির সাথে কার্যনির্বাহী কমিটি, ভলান্টিয়ার এবং প্রিয় বিতার্কিকবৃন্দসহ সকলের সহযোগিতায় আমরা সুন্দর একটি প্রতিযোগিতা উপহার দিতে পেরেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ