ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ ছাত্রলীগ, কিশোরগঞ্জ জেলা শাখার অন্যতম ইউনিট ইটনা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং উপজেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা জমে উঠেছে। আগামী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আসতে মরিয়া হয়ে উঠেছে পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতারা।
গত ১৯ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ওবায়দুর রহমান সেলিমের সভাপতিত্বে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগ নেতা তাপস রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আলমগীর ফরিদ প্রমুখ।
আগামী ২৬ সেপ্টেম্বর ইটনা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের উপস্থিতিতে ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে ২০০৫ সালে মো. ওবায়দুর রহমান সেলিমকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রমে অংশগ্রহণসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহযোগী হিসেবে কাজ করেছেন।
প্রস্তুতি সভায় শেষে উপস্থিত নেতৃবৃন্দের হাতে নতুন কমিটিতে পদ প্রত্যাশীরা জীবনবৃত্তান্ত জমা দেন। সভাপতি পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন সম্রাট রিংকু, রাকিবুল হাসান রোকেল এবং তোফাজ্জল হোসেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তানভীর আহমেদ মিঠুন, রিয়াদুল হাসান হৃদয়, আল আমিন হোসেন উজ্জল, দিপ্ত বণিক, সাদ্দাম হোসেন, শাহাদত হোসেন, রেজাউল করিম, রিফাত সানি।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিজয় রায় জানান, আসন্ন উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এই সম্মেলন ঘিরে উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে গিয়ে মতবিনিময় সভা করছে।
তিনি আরও বলেন, আশা করছি এই জাঁকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available