সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাদুল্লাপুর সরকারি কেএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ ভোটগ্রহণ কার্যক্রমে পরিদর্শক ছিলেন গাইবান্ধা জেলা সমবায় কর্মকর্তা মো. জাহেদুল হক। নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাজমুজ্জামান সরকার। প্রিজাইডিং অফিসার ছিলেন সাদুল্লাপুর সরকারি কলেজের প্রভাষক মাহবুবুজ্জামান খান। মোট ৩৪০ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রোয়োগ করেন।
নির্বানে বিভিন্ন পদে মোট ৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও ট্রেজারার পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
এ বিষয়ে নির্বাচন পরিদর্শক মো. জাহেদুল হক বলেন, সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেছে। বিকাল ৪ টায় ভোট গণনা শেষে উপস্থিত সকলের সামনে ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনার মো. নাজমুজ্জামান সরকার।
ভোটে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ছাতা প্রতীকে মো. রুহুল আমিন ১১৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মোনায়েম চেয়ার প্রতীকে ১১৫ ভোট ও মো. নওশীর হারুন পেয়েছেন ৭৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মো. খালেদ বিন আব্দুল আজিজ প্রধান আনারস প্রতীক ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্তোষ কুমার সাহা তালা চাবি প্রতীকে ৮৫ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মো. হারুন অর রশিদ মিয়া দেয়াল ঘড়ি প্রতীক ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. রোজিনা আক্তার বই প্রতীক ১০৫ ভোট পেয়েছেন। ট্রেজারার পদে ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মোছা. জেসমিন আক্তার গরুর গাড়ী প্রতীকে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আ. মান্নান মিয়া বৈদ্যুতিক বাতী প্রতিকি ১৩৯ ভোট পেয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available