রংপুর ব্যুরো: রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের ইশ্বরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে পারিবারিক বৈঠকে যুবলীগ কর্মী রেজাউল করিমকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি রাব্বীকে গ্রেফতার করেছে রংপুর কোতয়ালী থানা পুলিশ।
হত্যায় অভিযুক্ত আসামি রাব্বী রেজাউলের চাচাতো ভাই। রংপুর কোতয়ালী থানার ওসি তদন্ত আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এস আই রেজাউল করিমসহ পুলিশের একটি টিম টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে ২২ সেপ্টেম্বর শুক্রবার দিনগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে পলাতক আসামি গোলাম রব্বানী ওরফে রাব্বীকে গ্রেফতার করে।
মামলার বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার জানান, জমি নিয়ে বিরোধের জেরে গত ৮ সেপ্টম্বর শুক্রবার বিকেলে আলোচনায় বসেন রেজাউল, তার চাচাতো ভাই রাব্বী মিয়াসহ অন্যরা। এ সময় রেজাউলের সঙ্গে রাব্বীর বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বী ধারালো রামদা দিয়ে সজোরে রেজাউলের মাথায় কোপ দেয়। পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় রেজাউলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মেহেদী হাসান নামের একজনকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।
নিহতের ছোট ভাই মুন্না বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাব্বী ছিল এক নম্বর আসামি। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে, যুবলীগ কর্মী রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় রংপুর জেলা সাবেক ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির এবং জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন পুলিশ প্রশাসকে ধন্যবাদ জানিয়ে অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available