জাবি প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।
২৩ সেপ্টেম্বর শনিবার দুপুর একটায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য। এরপর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ ও আওয়ামী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
এ সময় উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। বাঙালির মুক্তি, অধিকার ও সাম্য প্রতিষ্ঠাই ছিল তার জীবনের ব্রত। এক্ষেত্রে জেল, জুলুম ও নির্যাতন কোনো কিছুই তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধু বাঙালির মণিকোঠায় স্থান লাভ করেছেন।
জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আদর্শিক অবস্থানকে আরো সুদৃঢ় করতে উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। আমি বিশ্বাস করি, আজকের আয়োজনের মধ্যে দিয়ে আমাদের বন্ধন আরো সুদৃঢ় হবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করা যাবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুহু আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available