লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই লেকের পানিতে ক্ষতিগ্রস্থ ১ হাজার ২০০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসন, মাইনীমূখ ইউনিয়ন পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের যৌথ সহোযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর শনিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম ও মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন কমলের নেতৃত্বে দিনব্যাপি বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকার ঘুরে ঘুরে প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মতিন, মো. ইদ্রিস আলী, মো. রুবেল, সুকৃতি চাকমা, ওসমান গনি, মহিলা সদস্য ফিরোজা বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ।
এসময় প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ পরিবারের বাসায় বাসায় এবং আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে এসব ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, পেঁয়াজ লবন, খাবার স্যালাইন এবং ঔষধ।
উল্লেখ্য, কয়েক দিন টানা বর্ষণে কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে মাইনীমূখ ইউনিয়ন ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব পরিবারগুলো বর্তমান মানবেতর জীবনযাপন করছে। এছাড়াও এসকল এলাকার গরু-ছাগল, মুরগীসহ পোষ্য প্রাণির খাদ্য সংকট বেড়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বলেন, আমাদের ত্রাণের চেয়েও পানি কমানোর ব্যবসা করা জরুরি হয়ে পড়েছে। আমরা সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত পানি কমানোর জন্য উদ্যোগ নিতে আহ্বান জানাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available