রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ মনিশ্যা চাকমা ওরফে অনিল (৪০) নামে এক ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার উপজেলার দিশানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মনিশ্যা চাকমা নানিয়ারচর সদর ইউনিয়নের রাঙ্গীপাড়ার বাসিন্দা বৃষমনি চাকমার ছেলে।
সেনা জোন থেকে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর শনিবার রাতে নানিয়ারচর জোন এবং স্থানীয় থানা পুলিশের সহায়তায় দিশানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইউপিডিএফ দলের সেকশন কমান্ডার মনিশ্যা চাকমাকে আটক করা হয়।
সেনা জোন থেকে আরও জানা গেছে, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মনীশ্যা চাকমা একটি বাড়িতে আত্মগোপন করে থাকলে ব্যাপক তল্লাশি পরে তাকে একটি .৩১৫ বোর রাইফেল (ইউএসএ’র তৈরি), ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড অ্যামুনিশন গুলি ও ১টি ওয়াকিটকিসহ জব্দ করা হয়।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য দ্রব্যসামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available