• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে স্কোপোলামিনসহ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

২৪ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৯:২৯

নারায়ণগঞ্জে স্কোপোলামিনসহ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নর্দার্ন ইউনিভার্সিটির অধ্যাপক আবদুল্লাহ আল মামুন হত্যা মামলার তদন্ত করতে গিয়ে স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস নামক মাদক ও জীবননাশকারী পটাশিয়াম সায়ানায়েড পয়জনসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলেন চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার নারায়ণপুর গ্রামের শাহ আলম প্রধানের ছেলে শাকিল আহমেদ এবং বরিশালের বাবুগঞ্জ থানার ইদিলিকাঠি গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে মো. রাকিব।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, নর্দার্ন ইউনিভার্সিটির ঐ শিক্ষক গ্রেফতার আসামিদের কাছথেকে স্কোপোলামিন নামক মাদক ক্রয় করতেন। তবে এ মাদকের কারণে ঐ শিক্ষকের মৃত্যু হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। শাকিল আহম্মদকে চাঁদপুর সদর থানা এলাকা থেকে এবং রাকিবকে ঢাকার টিকাটুলি থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে গ্রেফতারের সময়ে ১০ গ্রাম স্কোপোলামিন, ২ লিটার পটাশিয়াম সায়ানাইড, আড়াই লিটার ক্লোরোফর্ম, ৬ টি মোবাইল ফোন, ১ টি ল্যাপটপ ও একটি খাতা উদ্ধার করা হয়। এর মধ্যে স্কোপোলামিন বা ডেবিল ব্রেথ অধিক পরিচিত শয়তানের নিঃশ্বাস নামে। এটি প্রয়োগে কিছু সময়ে জন্য মানুষ জ্ঞানশূন্য হয়ে যায় আর এ সুযোগেই ভুক্তভোগীদের সর্বস্ব কেড়ে নেয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ঢাকা থেকে রাসায়নিকদ্রব্য ক্রয় করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলো।

প্রসঙ্গত, ২২ আগস্ট নর্দার্ন ইউনিভার্সিটির অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন।  নিখোঁজের একদিন পর ২৩ আগস্ট ভোরে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় ২০ নম্বর সেক্টরের কালনি এলাকায় প্রধান সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা তার মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঐ দিন রাতেই নিহত মামুনের বাবা আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০