নেত্রকোণা প্রতিনিধি: বিশ্ব নদী দিবস উপলক্ষে নেত্রকোণার নদ-নদীর রক্ষায় দখল, দূষণ ও খননের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর রোববার নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ ভয়েসের ব্যানারে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সকাল ১১টার দিকে ঘন্টাব্যপী এই কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, পরিবেশবিদ সাইফুল্লাহ এমরান, গ্রীণ ভয়েস শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন, নুরে জান্নাত তাসফিয়া, রুবেল কুমার দাস, রিসালাত মিয়া, শুভ আকন্দসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, জেলায় থাকা ৫৮টি নদীর মধ্যে বেশিরভাগ নদীই আজ বিলীন হয়ে গেছে। যে ৭ থেকে ৮টি নদীর প্রবাহ এখনও রয়েছে, সেগুলোও বিপন্ন অবস্থায় পড়েছে।
নদীগুলোকে রক্ষায় দ্রুত সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available