• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌহালীতে অগ্নিকাণ্ড: কৃষকের ঘর পুড়ে ছাই

২৪ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৪৬:১০

চৌহালীতে অগ্নিকাণ্ড: কৃষকের ঘর পুড়ে ছাই

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীরতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে। ২৪ সেপ্টেম্বর রোববার বেলা দেড়টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে উপজেলার ঘোড়জান ইউনিয়নের ফুলহারা গ্রামের কৃষক মো. আয়নাল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে কৃষক আয়নাল হকের বসত ঘড়, নগদ ১ লাখ টাকা, ২ লাখ টাকার স্বর্ণালংকার, ১৫ মন ধান এবং ১০ মন সরিষা পুড়ে যায়। কৃষক আয়নাল হকের ছেলে মো. সামিম হোসাইন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুপুরের দিকে ঘড়ে আগুন লাগে। এসময় পাড়া প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে ঘন্টাব্যাপি চেষ্টা করলেও সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। 

ঘরের দরজা বন্ধ থাকায় ভেতরে থাকা টাকা, স্বর্ণালংকারসহ কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফুলহারা গ্রামের ইউপি সদস্য  মো. আলিনূর জানায়, শর্টসার্কিট থেকে ঐ বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে পানি ও বালু দিয়ে প্রায় ১ ঘন্টা  চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুনে ঘরের প্রায় সব কিছুই পুড়ে গেছে।

চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলী  বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি ইতোমধ্যে শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫