নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার প্রবেশ মুখে আজ সোমবার পাল্টাপাল্টি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, ধোলাইখাল ও আমিনবাজারে আজ বিকেলে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা তিনটায় সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই দাবিতে বেলা আড়াইটা থেকে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় সমাবেশ করবে ঢাকা জেলা বিএনপি।
অন্যদিকে রাজধানীর উত্তরার আজমপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বেলা বেলা দুইটার দিকে এ সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
উল্লেখ, নির্বাচন দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মাঠ। এবারের নির্বাচনে রাজনৈতিক মাঠ কোনোভাবেই হাত ছাড়া যেন না হয় তার জন্য চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, এ নির্বাচন তাদের বাঁচা-মরার লড়াই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available