নোয়াখালী প্রতিনিধি: গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের আয়োজনে ২৪ সেপ্টেম্বর রোববার বিকালে কালিতারা মুসলিম গার্লস একাডেমী অডিটোরিয়ামে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের সভাপতি সাইদুর রহমান রায়হানের সভাপতিত্বে ও সদস্য শিউলি আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান পাঠান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, কালিতারা মুসলিম গার্লস একাডেমী প্রধান শিক্ষক,মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সভায় সংগঠনের সদস্যরা স্লাইড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার স্পেসে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবে এবং নিরাপদভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের তরুণরা যে পদক্ষেপগুলো নিচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তথ্য প্রযুক্তিনির্ভর আগামীর বাংলাদেশ গড়তে তাদের অবদানগুলো গুরুত্বপূর্ণ।
পরে উপস্থিত সকল শিক্ষার্থী, অতিথি ও সদস্যরা একসাথে বাঁশি বাজিয়ে যারা সাইবার অপরাধের সাথে যুক্ত, প্রতিনিয়ত সাইবার স্পেসে ছড়িয়ে দিচ্ছে বিষবাষ্প তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারী সংকেত প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available