• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালীগঞ্জে চলাচলের অযোগ্য স্কুল পাড়ার রাস্তা

২৫ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:১০:৫৮

কালীগঞ্জে চলাচলের অযোগ্য স্কুল পাড়ার রাস্তা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন স্কুল পাড়ার রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষা মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তাটিতে হাঁটু পানি জমে থাকে। কারণ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই।

রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রাইমারি স্কুল-হাই স্কুলগামী শতশত শিক্ষার্থীসহ অনেক লোকজন যাওয়া-আসা করে। অথচ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের এ ব্যাপারে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।

সরেজমিন ঘুরে জানা গেছে, জনদুর্ভোগ লাঘবে প্রায় দশ বছর আগে ইউনিয়ন পরিষদের টিআর প্রকল্পের আওতায় মাটি ভরাটের কাজ করা হয়। পরবর্তীতে প্রায় ছয় বছর যাবত রাস্তাটি কোনো কাজ হয়নি। বর্তমানে রাস্তাটি যানবাহন ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্কুল পাড়া এলাকার বাসিন্দা চা দোকানদার জাহাঙ্গীর আলম বলেন, বর্ষা মৌসুমজুড়ে রাস্তাটি পানিতে ডুবে থাকে। প্রাইমারি স্কুল-হাই স্কুলগামী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে যাওয়া-আসা করে। বিশেষ করে কোমলমতি শিশুরা এ রাস্তা দিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে। এতে বই-খাতা পানিতে ভিজে যায়।

স্থানীয় ব্যবসায়ী জাহিদ হাসান জনি দুঃখের সঙ্গে বলেন, আমরা পানিতে ডুবে আছি। আমাদের দেখার কেউ নেই। একটু বর্ষা হলেই রাস্তাটি পানিতে ডুবে যায়।

হোটেল ব্যবসায়ী আশরাফুল বলেন, খুব সমস্যার মধ্যে আছি। আষাঢ় ও শ্রাবণ এ দু’মাস গুরুত্বপূর্ণ রাস্তাটি পানিতে ডুবে থাকে। চলাচলে অনেক অসুবিধা হয়, কাকে বলব?

বারবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা খানম জানান, মহাসড়ক থেকে স্কুলে আসার একটি মাত্র রাস্তা হওয়ায় বর্ষা মৌসুমে বাচ্চাদের অনেক সাবধানে স্কুলে আসতে হয়।

বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, রাস্তাটিতে একটু আইনের জটিলতা আছে। যেহেতু গুরুত্বপূর্ণ রাস্তা। সেহেতু বিষয়টি সমাধানের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫