পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা । নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এতে বিপাকে পড়েছেন শিশুসহ বয়স্করা। ২৫ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাবড়া ইউনিয়নের মরনাই আবাসন এলাকায় পানিবন্দীদের বাড়িতে শুকনো খাবার পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল।
এসময় তিনি কোমড় পানি উপেক্ষা করে পানিবন্দীদের হাতে খাবার তুলে দেন। একই সাথে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভুক্তভোগীদের মাঝে রান্না করা খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়। বৃষ্টির পানিতে টিউবওয়েলসহ ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় খাবার পানির চড়ম সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় মুহুর্তে উপজেলা প্রশাসনের সহযোগীতায় সন্তোষ প্রকাশ করেছেন পানিবন্দীরা।
এদিকে, পানি বন্দী হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ইউনিয়নবাসীর আপদকালীন সময়ে সার্বিক সহযোগীতার মাধ্যমে পাশে থাকার আশ্বাস দেন পরিষদের চেয়ারম্যান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান, হাবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান সরকার আনিসসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available