• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৮:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৮:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

শিক্ষা

নওগাঁয় শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

২৬ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৮:৩৭

নওগাঁয় শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি: ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেশন ও আন্তঃক্যাডার বৈষম নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে নওগাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সভাকক্ষে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নওগাঁ জেলা এ সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা কমিটির সভাপতি ও নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হাসান।

তিনি বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষাব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হয়। কিন্তু দীর্ঘ দিনেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। বঞ্চনা আর বৈষম্যের এ পেশার কার্যক্রমকে সংকুচিত করা হয়েছে। এ পেশাকে গ্রাস করছে অদক্ষ অপেশাদাররা, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনের পরিপন্থী।

অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন যেসকল অভিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে, সেগুলো অর্জনে তিনি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গঠনে তাই স্মার্ট শিক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়েছেন। এগুলো বাস্তবায়নে প্রয়োজন জাতির পিতার দর্শনের বাস্তবায়ন। যিনি শিক্ষা প্রশাসন পরিচালনায় শিক্ষা সংশ্লিষ্টদের দায়িত্ব প্রদানের মতো ব্যবস্থা গ্রহণ করেছিলেন, একই ব্যবস্থা গ্রহণ বর্তমান বাস্তবতায় সবচাইতে প্রাসঙ্গিক। তাই জরুরিভাবে প্রয়োজন একটি দক্ষ, যুগোপযোগী ও স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা। শিক্ষায় জাতীয় লক্ষ্য অর্জনে উপজেলা, জেলা, অঞ্চলে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ সময়ের দাবি।

তিনি আরও বলেন, পদোন্নতিতে জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া, অর্জিত ছুটি না দেয়া, নতুন পে স্কেলের সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নানা ধরনের বৈষম্যের শিকার। এসব দাবি বেশির ভাগই পুরাতন। দাবি আদায়ে আগামী ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিনের কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।

এসময় বক্তব্য রাখেন- বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ড. জিয়াউল হক, জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মো. মাহমুদুল হাসান হিরো, নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম মোজাফ্ফর হোসেন ও বদলগাছী বঙ্গবন্ধু সরকারি কলেজে ইউনিটের সাধারণ সম্পাদক মো. আকতুব হাসানসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০