নোয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীর সদর উপজেলায় ৭৭ জন নবজাতকের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নবজাতকদের মাঝে এ নতুন জামা বিতরণ করা হয়। নোয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ ভূঁইয়ার উদ্যোগে এসব জামা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু সাহেদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক নেতা রাকিব ছিদ্দিকী, শাহ ওয়ালী উল্লাহ সজিব প্রমুখ।
নোয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন, শান্তি ও শক্তির প্রতীক। তার ৭৭তম জন্মদিন উপলক্ষে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ৭৭ জন নবজাতককে নতুন জামা উপহার দেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available