নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে একটি জশনে জুলুস বের হয়। জশনে জুলুসটি নবীনগর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীনগর সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এতে শহরে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা মুফতি এনামুল হক কুতুবির সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান, মাওলানা শরিফ উদ্দিন, হাজী কানু মিয়া, হাজী বাচ্চু মিয়া, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মো. বেলাল হোসাইন, হাফেজ মাওলানা রাশেদুল হাসান, এমদাদুল বাড়ী, ক্বারী আব্দুল বাছির, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু ও বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগণ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন।
এ সময় বক্তারা বলেন, সৃষ্টির কল্যাণে আজকের এই দিনেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীতে আগমন করেছিলেন।
বক্তারা সত্য ও মানবতার মহান রাসুলের আদর্শ অনুসরণ করে একটি কল্যাণময়, শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠায় সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এদিকে জশনে জুলুসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বলে জানান নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহাবুব আলম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available