রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে পৃথকভাবে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামে ও একই উপজেলার চিত্রা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ চেয়ে পুলিশের কাছে আবেদন করেন পরিবারের সদস্যরা। এরপরে পুলিশ কোন ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টায় রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. সফরুল শেখের ১৯ মাসের পুত্র সন্তান আজিম শেখ বাড়ির পাশে খেলা করছিল। সবার অগচরে সে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।
অপরদিকে একইদিনে উপজেলার চিত্রা গ্রামের মো. আলমগীরের কন্যা আয়শা খাতুন (৬) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩ টার মধ্যে বাড়ির পাশের খালের উপর দিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছিল। ওই সময় সে অসাবধানবশত পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পরে তাকে খালের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, পৃথকভাবে ২ শিশুর পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহের বিষয়ে কারও কোনপ্রকার অভিযোগ না থাকায় স্ব স্ব পরিবারের কাছে মৃত শিশুদের হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available