• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাগনের ছোড়া ইটের আঘাতে খালা নিহত

২৯ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:৩৬:৫৯

মানিকগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাগনের ছোড়া ইটের আঘাতে খালা নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে কলহের জেরে ভাগনের ইটের আঘাতে খালা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পৌর এলাকার বড়াইগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম হারুনী বেগম (৪০)। স্বামী পরিত্যক্ত এই নারী দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর হারুনী ছেলে বাবু মিয়া ও মেয়ে সুমি আক্তারকে নিয়ে বড়াইগ্রামে বাবার বাড়িতে থাকতেন। স্বামী মারা যাওয়ার পর ছেলে আলমগীর হোসেনকে নিয়ে হারুনীর বড় বোন বিমলা বেগমও বাবার বাড়িতে চলে আসেন। তারা বাবার বাড়িতে পৃথক ঘরে বসবাস করছিলেন। তবে বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে মাঝেমধ্যে দুই বোন বিমলা ও হারুনীর মধ্যে ঝগড়া হতো।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাস্তা নিয়ে ঝগড়ার একপর্যায়ে ভাগনে আলমগীর ইট দিয়ে খালা হারুনীর মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। তবে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক হারুনীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

ঘটনার সময় ঢাকায় ছিলেন বলে জানান হারুনীর ছেলে বাবু মিয়া (২৩)। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ঢাকা থেকে মানিকগঞ্জে আসেন। এরপর কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য মাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। বৃহস্পতিবার দুপুরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করেন। বিকেলে মায়ের মরদেহ বাড়িতে নিয়ে আসেন। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত হারুনী বেগমের মেয়ে সুমি আক্তার (১৯) বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তা নিয়ে ঝগড়ার সময় আলমগীর তাঁর মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছেন। হত্যাকারীর শাস্তি দাবি করেন তিনি।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আলমগীর পলাতক। তবে আলমগীরের মা বিমলা বেগম বলেন, তার সঙ্গে বোন হারুনীর রাস্তা নিয়ে ঝগড়া হয়। এতে সহ্য করতে না পেরে তার ছেলে আলমগীর ইট নিক্ষেপ করলে তা হারুনীর মাথায় লাগে। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় আহত বোনকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ইটের আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত আলমগীর পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫