• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৭:০৯ (06-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৩শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৭:০৯ (06-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

২৯ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৪০:২০

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। তার নাম মো. জামাল উদ্দিন(৫০)। বাড়ি উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকায়।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ঠান্ডাছড়ি এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, রাণীর হাট ডিগ্রি মাদ্রাসার আবাসিকে বাবুর্চি হিসেবে কাজ করতেন জামাল। তিনি রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি ঠান্ডাছড়ি হাকিমনগর থেকে অটোরিক্সায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। অটোরিক্সাটি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাকিমনগর ইটভাটার সামনে এলে গাড়ির সামনে দুইটি ঘোড়া এসে পড়ে। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে জামাল গাড়ি থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে রাঙামাটির কাউখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজানগর ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল বারেক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত মালিকের ঘোড়া দুটি প্রায় সময় সড়কে চলে আসে। ঘোড়া দুটির কারণে এই স্থান দিয়ে যানবাহন চলাচল বিপদজনক হয়ে উঠেছে। ঘোড়াগুলোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বাড়েনি এলপি গ্যাসের দাম
৬ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:১৬:৫০