• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে স্কুলের জমি রক্ষায় মানববন্ধন

২৯ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:৩৮:১৩

কেরানীগঞ্জে স্কুলের জমি রক্ষায় মানববন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের আটিপাঁচদোনা এলাকায় নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যোগসাজশে স্কুলের জমি আত্মসাৎ করে বিক্রির চেষ্টা প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলার শাক্তা ইউনিয়নের আটি খোলামোড়া সড়কের নুরন্ডির মোড়ে দুপাশে স্থানীয় কয়েকশ বাসিন্দা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা, স্কুলের জমি দখল করে ব্যক্তিগত সার্থে যাতে বিক্রি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সেইসাথে ২৪ বছর ধরে অবৈধভাবে দখল করে থাকা স্কুলের ম্যানেজিং কমিটির অপসারণ দাবি করে স্থানীয়দের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বেশ কয়েকজনের সাথে আলাপ করে জানা গেছে, স্থানীয় রোজিনা বেগম নামে এক নারী নয়াবাজার স্কুলের জন্য বরাদ্দ ২১০ শতাংশ জায়গার মধ্যে ২৩ শতাংশ জায়গার মালিকানা দাবি করে সিনিয়র সহকারী জজ-১ম  আদালতে  ২০০৭ সালে একটি নোটিশি মামলা দায়ের করেন। দীর্ঘ কয়েক বছর শুনানি শেষে ২ পক্ষের আইনজীবিদের উপস্থিতিতে ২০১৯ সালে পূর্ণাঙ্গ রায়ের মাধ্যমে মামলাটি খারিজ করে আদালত। পরবর্তীতে মামলার বাদি রোজিনা বেগম অতিরিক্ত জেলা জজ আদালতে আপিল দায়ের করে। অতিরিক্ত জেলা জজ আদালত ২০২৩ সালের এপ্রিল মাসে আপিলটি খারিজ করে পূর্বের রায় বহাল রাখে। আদালতে কোন সুবিধা করতে না পেরে রোজিনা বেগম স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আব্দুল গফুর, সদস্য সালাউদ্দিন, কামাল উদ্দিনসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর যোগসাজশে জায়গাটি দখল করার চেষ্টা করছেন।

মানববন্ধনে স্থানীয়দের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ, হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, হাজী জসিম উদ্দিন, মহম্মদ সাইফুল ইসলাম, ফারুক আহমেদ, মো. আবুল কাশেমসহ স্থানীয় মুরুব্বিরা অংশগ্রহণ করেন। এসময় উপজেলা প্রশাসন ও  সরকারের কাছে জায়গাটি দখলমুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেন তারা। মানববন্ধন শেষে ব্যানার ও ফেস্টুন নিয়ে স্থানীয় কয়েকশ লোক একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাঁচদোনা থেকে শুরু করে নুরন্ডি মোড় ঘুরে খোলামোড়া এলাকায় গিয়ে শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০